শুনতে কী পাও ?
চক্রে পিষ্ট আধারের -
বক্ষ-ফাটা তারার ক্রন্দন ।

দু:সাহসী ভ্রমনের পথে
অজস্র মৃত্যুরে কান্নায় -
নতুন প্রভাতের শিখর চুড়ায়
নিয়তি নিয়েছে আমায় ।


অতীতের তীর হতে
যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস -
ঝরা বকুলের কান্নায়
কাঁদিবে ব্যাথিবে আকাশ ।

মর্তের মৃত্তিকা মোরে
নিয়েছি অমৃতমুরতি-
আঘাত পাবে না মোর
প্রত্যহের ম্লান স্পর্শ লেগে -
তৃষার্ত আবেগবেগে ।

ভ্রষ্ট্র নাহি দিবো না তোমায়
ফুল নৈবদ্যের থালে -
শুক্লপখক হতে আনি
রজনী গন্ধার বৃন্তখানি ।


অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে
ভালমন্দ মিলায়ে সকলি
তাহলে রজনী তোমারি ।।