নব নতুনের কণ্ঠের –
সকল সতেজ করা জাগরণ চলে আয় ।
আমরা সকলে ধরব ধরণীর হাল
খুলে দেব সকল দু:খের পাল -
হৃদয়ের সকল বিন্দু নেমে আসবে একদিন।
সিন্ধুর বেগে আসবে বহে -
আমাদের প্রতিক্ষার পালা শেষ
টেনসের সকল জঞ্জাল বেরিয়ে আসবে ।
নতুন জাগরণে সাজবে পৃথিবী
নব নতুনের উল্লাসে -------------
চোখে চোখে ভাসবে স্বপ্নের সকল জাগরণ
পুরোনো আকাশের রংধনু জাগবে
স্বপ্নীল আকাশের মেলবে নব জাগরণ ।