ভালবাসায় থাকবে নিরলস -
দেশের মাটির প্রতি ছিল শুধু একজন
সে হল নেতাজী সুভাষচন্দ্র বোস।
লুকায়িত ছিল সবার মনে ভালবাসার
আর দেশমাতৃকার এক সাহসী কন্ঠস্বর ।
স্বাধীনতায় ছিল তার
অবদান সবাই জানা-
হে বীর সংগ্রামী
সাহসী হে তেজদীপ্ত পুরুষ ।
না থাকলে তুমি
স্বাধীন হত না দেশ -
তোমায় জানাই প্রণাম
আমার দেশবাসী যেন কখনো
তোমাকে ভুলে না যায় ।
স্মরণে স্মরণে মুহরীত এই দেশ
না হলে তুমি তোমার সাহসে ।
মাঝে মাঝে প্রশ্ন জাগে
বাঙালীর শুধু তুমি সবার মনে
তাখবে কি সারাটি জীবন।।