শূন্যভরা জীবন আমার শূন্য উপর দিয়ে
চাওয়ার মাঝে সবকিছু আজ শূন্য শূন্য লাগে ।
পাগলা হাওয়া উড়িয়ে দিযে মাতাল হাওয়া মনে
সবকিছু আজ মন হারা মনে কার ইশারায় জাগে ।
ছোট্টখানী শরীরটাতে আবেগ অনেক বড়
কার বিবেকে আবেগ আছে বুঝবো কিভাবে বল ।
শূন্য সবকিছু আমার শূন্য দুহাত
জীবন গড়ার মাঝে করছি আজ মাথা নত -
একটা প্রলয় আর কিছু নয় শূন্য থেকে শূন্য
এ দুনিয়ায় কেউ বড় নয় সবাই সমান গন্য ।।