হলদে সাজে আমারে আজ -
কাশফুলের কানে কানে কিছু বলতো
চুপি চুপি গান শুনে বুঝি -
ঘাস-ফুলেরা পিছু পিছু আমার সাথে চলতো ।
জানালার পাশে আজ -
লাল হলুদ পর্দা হাওয়ার মাঝে উড়তো
জানালার পাশে -
ফুলের সবুজ পাতারা অবিরাম ঝরতো।
বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি আজ -
সাড়া আকাশ ঝিলিক মেরে খেলতো
ঝড়ে পড়া পাতাগুলো আজ
মাঠের বাইরে বৃষ্টির জলে ঠেলতো ।
সন্ধ্যে হলেই বাগানে সব -
মিটিমিটি জোনাকগুলো জ্বলতো
আঁধার হলেই দু'চোখ ভরে -
স্বপ্ন আমার চোখের মাঝে আমার টলতো ।।