নদীরা জাগবে , অনুভবেরা অনুভবে জাগবে
মনে হয় তোমার চাহনীর ভাঁজ খুলবে -
জেগে উঠবে সকল সুর আর বেহুলার বাঁশির টান
সে সব কিছু বসন্তের হাওয়ার জন্য তোমার আমার প্রান ।
নেই কোন কিছু আহলাদ, নেই কোলাহল দু চোখের পাতায়
আমার প্রকৃতি শুধু বসন্ত খুজেঁ এই বসন্তই শেষ বসন্ত নয়
যে বসন্ত আসবে ,
সে তো তোমার আমার গড়ে তোলা স্বপ্নের বসন্ত ।
যেখানে থাকবে জীবনে চাওয়া পাওয়ার শেষ বিন্দু ।।
আমি আজ লঘুচালে বান্দিলাম স্বরূপ তাহার-
সহজ অক্ষরবৃত্তে বাঙলীর বসন্তের সকল বাহার ।