চিনি আমি তোমায় চিনি
দেখিছি আমার মনের কুঠিরে –
দখিনা হাওয়ায় বাতাসে দোলে
উড়বো দুজনে সবকিছু ভুলে ।
চাওয়ার নেশায় আবার আকঁবো-
দেখেছি আমার স্বপ্নের নেশায়
দেখেছি আমার মনের ক্যানভাসে
শিউলি গাছের ডগায়।
ভূল বুঝে ঘুম ভেঙ্গে নয়
স্নিগ্ধ দুপুরের মিষ্টি আবাশে
তোমার নয়নে পানে চেয়ে –
মনটা আমার রয়েছে নেশায় ।
তুমি কি আমার সেই স্বপ্নের নারী
যা আমি চেয়েছি মনের চাওয়ায়।
স্বপ্ন আমার সত্যি হলো
মনের মিলে জায়গা হলো
ভালবাসা মনের তুলিতে
পেয়েছি আমার মনের ক্যানভাসে
সে কি তুমি ? সে কি তুমি ?
শেষ রাতের আমার সাহসী স্বপ্নে
একেঁছি আমার মনের তুলিতে –
ঐ প্রভাতে রাঙ্গা স্বপ্নে নিরব স্বাক্ষী –
আমার প্রেমের শুরু দিনগুলো।
গাঁয়ের পথে হাঁটি মাটির গন্ধ মেখে
মনে জাগে আমার কত আশা ।
ভরা আকাশের চাঁদে তোমাকে কাছে টানে
সেই তো আমার ভালবাসা ।।