স্তব্ধ নিরবতায়
কিছু মৃদু উষ্ণতায়
স্বপ্ন কিছু জমে আছে
মনের কোণে
লিখব বলে বসে আছি
কোন এক মনে ।
কল্পনায় একেঁছি
অনেক ছবি
রংধনুর সব রং নিয়ে
বাস্তবতার তুলি দিয়ে
মনের ক্যানভাসে ।
তিলে তিলে
গড়ে উঠে স্বপ্ন
বিশ্বাসের সমস্ত
মনগড়া জীবন
বাস্তবতা আঘাতে
এনে দেয় মনে ।
কিছু আশা
বাঁচতে শেখায়
নতুন দিগন্তের
পথ দেখায় মনে।।