শূন্য -
যখন মন হবে প্রাণ
থাকবে না আর বাড়ি ঘর
দুঃখ
মোর সাথি হবে
বলবে কত আপন ।
শান্ত
মনে কত ভাবনা-
গড়বে আপনমনে ।
ফাঁকা
জমি শূন্য গোলা
ফাঁকা রাস্তা ঘাট ।
হতাশা
তখন বাড়ি হবে
সবাই বলবে আড়ি
ভাবনারা
সব আপন মনে
করবে ছোটাছুটি ।
শূন্য
আকাশে গান শুনাবো
শূন্যে বড়া প্রাণে।
ব্যথার
মনে ভরিয়ে দিবে
হাজার মনের প্রাণে ।