আবার এসেছো ফিরে
কোটি জনতার মাঝে
সকলের আর্জেন্টিনা -
সাদা আকাশের গৌরবে ।
বিজয়ের নিশান নিয়ে
বিজয়ের শুরে নয়নের তরে
বীর বাঙ্গালিরা উপভোগ করে
বাংলার গান গেয়ে।
ভুলবো না আর ভুলবে না
তোমাদের এই দিনের কথা
ঝাপিয়ে পড় আবার
দেখবে এবার বিশ্ব
মেসির ঝলকে ।।