ফুল ঝরে যায় -
রেখে যায় স্মৃতি
মন ময়ে যায় -
রেখে যায় প্রীতি ।
শুকনো পাতা ঝরে যায়
রেখে মন লয় -
অবুঝ মন মানে না
দুটি মন যদি এক হয় ।
রাতের ফুলের সুভাষ
হয় যদি মলিন -
রাত কেটে যায়
শুরু হয় নতুন দিন ।
সূয্যি ডোবে রেখে যায়
সকল অন্ধকার -
বেলার সকল তারার মেলা
নিয়ে চাঁদমামার সংসার ।
রাতের আকাশের চাঁদ
আলো হয়ে ঝরে -
ভালোবাসার হারানো
স্মৃতির কথা মনে পড়ে ।
মরে না ভালবাসা
রেখে যায় স্মৃতি -
অনেক হাজারো মনের-
বুকের ব্যথা,
তাঁদের হারানো স্মৃতির
অনেক গীতি কবিতা ।।