আমার হৃদয়ের -
গহীনে তোমায় পেয়েছি তো
সাধনে তুমি আমার
কত যে আপন বুঝালে না তো ।

জীবনে হারাবার
নেইতো কিছু নেই তো আর-

হারালো এই মন তোমাতে
সুখের ঠিকানা  খুজে পাই না আর ।

অজানা তুমি রয়েছো
সাথে তুমি এলে
রাঙালে মন দুচোখে -
জ্বেলে দিল রঙিন মন
স্বপন আড়ালে হারালো
যত বিস্বাদের ক্ষণ ।


অজানা খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি
দুঃখের নীল সাগরে -
তোমায় ভালোবেসে
কন্ঠস্বর বেদনার ।
ঝড় হয়ে আসে অবিশ্বাসের
মেঘে মোর কান্নাভেজা
মুখ খানি ভাসে ।।