শুকনো পাতা ঝরে যায়
রেখে যায় প্রীতি -
মানুষ মরে যায়
রেখে যায় স্মৃতি।
রাত কেটে যায়
আবার ভোর হয় -
শুরু হয় নতুন দিন
দিনের সূর্য ডোবে যায়
রেখে যায় আবার অন্ধকারে ।
ভালোবাসা প্রীতি
কত হারানো স্মৃতি
মনে পড়ে-
ভালোবাসা মরে যায় রেখে যায়
স্মৃতি দেয় বুকে ব্যথা
তোমায় হারিয়ে ফেলে ।।
-------------------------------------