জীবনের কঠিন বাস্তবতাকে
মেনে নিতে হয় প্রতিক্ষনে
কত মানুষের বুকে জমে আছে
অজানা কত কালো মেঘ -
সুহৃদয়ের মানুষগুলো আজ যেন
পৃথিবী থেকে হারিয়ে যেন গেছে ।
মানুষেরা সুখের একটু আশায়
ভালোবাসার জলে -
কতনা হৃদয় ভাসায় ।
গরীবের পেটে -
বাজে আজ যেন ক্ষুধার বাঁশী
তা যেন সকলে পায় আবার
তিরস্কারের মুচকী হাসি ।
কারো জীবনে আস কখনো জয়
আবার কখনো জীবনে পরাজয়
এইতো পৃথিবীর নিয়তি ।।