চলে এসো বন্ধু
দুজন দুজনে
ভিজবো বৃষ্টির জলে -
লাভ হবে একটাই
থাকবো ছাতার নিচে
হাতে হাত রেখে
ভিজবো ভালবাসার জলে ।
চলে যাবো আবার
ভিজবে তুমি আবার
তোমার চোখের জলে ।
আবার আসবে বর্ষা
আবার রাখবো তোমার হাতে হাত
বৃষ্টির জলে ধুয়ে যাবে সব দু:খ-
বিশ্বাস রাখো আমায়
ভিজবো কেবলি তোমার
ভালবাসার জলে ।।