আমি মুগ্ধ তোমায় ভালবেসে
আছে যত সুখ আর সুখময় ব্যাথা
দিয়েছে তোমারে –
ভালবাসার পবিত্র ফুলের বিশুদ্ধ মধু
চড়িয়েছি সব সবখানে -
তবুও খানিকটা ভয় হয়
কখনো অভক্তি যেন এসে না যায়
আমাতে আকর্ষন হারায়-
সুপ্ত ইচ্ছে জাগায় আমায় ।
আমি তোমাকেই দিয়েছি আমি
আমার দিবা-রাত্রির খানিকটা সময় ভালবাসবার
থেকেছি নির্ঘুম অনিদ্রায় ।
খানিকটা বিষ নিতে চাই
অসম্ভব হলে সুখের সে বিষ
দেবে কি আমায় তুমি
জড়াবে কি আরও একটু
ভালবাসা নামের নকশী কাঁথায়----।।