জোসনা
মানে কোন
প্রেম ময় কাব্য কথা নয় ।

শুভ্র আলোর
মাঝে সাদা কাগজে মোড়া
জীবনও হয় ।

যমুনা  শুধু
কৃষ্ণের  বাঁশি বাজানোর
স্থান  নয় ।

গোপনে গোপনে
শত শত রাধার
প্রেম লীলার জায়গাও  হয়।

মধুর মিলনে
প্রেম কেবল  মিছে
মনে   হয়

বিরহে প্রেমগাঁথা
যা কিনা  অমর হয়ে  রয়।