হালকা হালকা কিছু মিষ্টি হাওয়ায়
এ মন আজ বাতাসে ভেসে বেড়ায় -
ভালবাসার মৃদু ছোঁয়ায়
এ ভালবাসা তোমাকে দিলাম ।
অজানা পথে হারিয়ে যেতে
যখন আমার পা বাড়ায় -
তখন শুধু তোমাকে কাছে পেতে
আমার এই মন চাই ।
গভীর রাতে যখন আমার ঘুম ভেঙ্গে যায়
দুচোখে শুধু তোমাখে খুজেঁ পেতে চাই -
আমাকে একা রেখে যখন চলে যাও
অজানা ভাবনা তখন আমাকে কাদাঁয়।
কেন তুমি বোঝে না আমায়
কতটা ভালবাসি আমি যে তোমায় ।।