বসন্তের দিনে আজ পাড়ার কিছু দুষ্ট ছেলে
মিষ্টি হাসির কিছু মেয়ে দুষ্ট ছেলেদের দলে ।
ভালবাসার প্রানের আবেশে সূর্য উঠবে আজ
কৃষ্ণচূড়ার ফুলগুলোতে লাল মেলার সাজ -
আকাশটা আজ ভীষণ কালো অন্য দিনের চেয়ে
বাতাসগুলো বইছে আজ মহান খুশির দিনে ।
অন্ধকারের চাঁদের পরশ গায়ে মিশে গেল
অন্যরকম দিন আজ হেসে খেলে গেল -
সবকিছু আজ অন্যরকম ,অন্যরকম দিনে
তোমার সাথে হয়নি কথা এত লোকের ভিড়ে
সূর্য তারা রুক্ষ বাতাস কালো মেঘের লীন
ভরিয়ে দিতে আজ এসেছে ভালবাসার দিন ।।
------------------------------------------------------