শুভ সকাল ,
আজকের রৌদ্রজ্জ্বল মায়াবী দিন, রূপালী দুপুর, আর মায়াবী স্বপ্ন পুরো সময়টাই জুড়ে কেবল ভালবাসার ক্ষণ।
ভালবাসার রঙে রাঙিয়ে দিয়ে হবে শান্ত সবার হৃদয়। বসন্ত বাতাসে আজ সকল মানব, মানবী হৃদযন্ত্রের মিথস্ক্রিয়ায় বিশ্বের সকল প্রেমপিয়সী বছরের এ দিনটিকে বেছে নিয়েছে মনের গহিনের কত কথার কলি ফোটাতে।
ভালবাসা শুধু ভালবাসা । যা কিনা কোন গতিময় জীবনের অফুরন্ত ব্যস্ততার ফাঁকে নিজের কাছে মানুষ, ভালোবাসার মানুষগুলোকে যদি একটু বাড়তি সময় দেওয়া যায় এই আর কি ।
জীবনের যান্ত্রিকতার মাঝেই তৈরি হবে আরো কিছু স্মরণীয় সময় বা দিন ।
কিন্তু তা যেন ধরা না দেয় কোন শেয়ালের কামড় তা ঠিক রাখবেন প্রতিনিয়ত ।
বসন্তের ফুল যেন জন্ডিসের রং না হয় । সবাইকে বিশ্ব ভালবাসার শুভেচ্ছা ।