স্বপ্ন দিয়ে-
আঁকা আমার পৃথিবী
বুকের উপর দিয়ে বয়ে যাওয়ার-
ঝর্নার প্রতিচ্ছবি ।
পৃথিবীতে দাঁড়িয়ে নদীকে খুঁজছি
নদী তো সেই ঝর্নার সৃষ্টি।
স্বপ্ন আবার কাঁদায়ে পেরিয়ে-
শান্তির নীড় খুঁজে
শান্তি তো সেই মনের মধ্যে ডুবে আছে ।
স্বপ্ন আমার ভেঙ্গে গেল-
হঠাৎ একসময়
আমি নির্বোধ বোকা পৃথিবীকে বলেনি-
আমার অর্পূনতার কথা ।
রজনী কি আবার আসবে-
সেই স্বপ্ন খোঁজার মাঝে।
আমি বুঝিনি আমি বুঝিনি
পৃথিবীতে দাঁড়িয়ে
সব তো আমার কাছে
সেই স্বপ্ন খোঁজার মাঝে ।।