চোখে আমার অনেক চাওয়া
জীবন নিয়ে গল্প লেখা-
জীবন আমার হয়নি গড়া
স্বপ্ন ছিলো অনেক বড় ।
অনেক হারার মাঝে আমি
পেয়েছি অনেক রঙ্গের মেলা –
স্বপ্ন দিয়ে গড়ব আমি
আমার জীবন থেকে নেয়া ।।
স্বপ্ন দেখলাম চেড়াঁ কাথাঁয়
বিমানে গেলাম অনেক দূরে –
হঠাৎ দেখি ঘুম ভেঙ্গে আমার
হাতটা ছিলো চেড়াঁ কাথাঁয় ।
তবু আমার স্বপ্ন ছিলো
ফিরে দেখা দিনগুলো মোর
স্বপ্ন দিয়ে বোঁনা।
মন ভেঙ্গে নয় শপথ নিলাম –
গড়ব চোখের চাওয়া।
ফিরবো আমি মনের চাওয়ায়-
মন বলে যা চায়
চোখের জলে নয় ভিজে নয়
ফিরবো আমি তাই ।।