যত্নে দিয়ে জীবন আমার –
গেল বুঝি হায় ভেঙ্গে
মনে হয় আজ –
আমি বড়ই দূর্ভাগা
এই ভূবন ভুবনে ।
বাঁচার জীবন হারিয়ে ফেলেছি
ভুলে তো গিয়েছি হাসি
আমি যে এক পরিত্যক্ত –
স্বপ্ন ভাঙ্গার মাঝি ।
প্রভাতের আলো
আলোকিত হয় এই পৃথিবী
রাতের অন্ধকার যেন
সব যেন তবু একই মনে হয় ।
বুকের ভিতর হাকাকার
এক অদৃশ্য বিষ্ফোরন ।
গর্জে উঠে বার বার
বুকের ভিতর একই আগুন
প্রতিটিতা মুহুর্তে।
চোখ দুটো আজ –
পরিনত হয়েছে
সমুদ্রে আর ঝরনায়
দেহখানি আজ
শক্ত পাথর -
মনে হয় এক
জীবন্ত লাশ
শুধু হয়নি আমার
আজও কবর ।।