প্রেম এসেছিল-
কোন এক শরৎতের
বিকালবেলায় ।
নরম ভাবে নয়
কোন ঝড়ের মতো
শিলপড়া বৃষ্টির মতো ।
শিশিরের ভিজে যাওয়া শরীরে
ফাল্গুনি হাওয়ার মতো
কোন এক ফুলের সৌরভে ।
ঠকমিষ্ঠি আমের মতো
ফুলের গন্ধ আর ফলের ঘ্রাণে -
ঢেউতোলা শত ধানক্ষেত
শষ্যর ক্ষেতের মতো ।
হারিরে যাওয়া কোন
এক চোখের চাওয়ায় ।।