চমৎকার ,
এই পৃথিবী
জন্মটা যেন-
মিথ্যার ফুলঝুড়ি
মানুষের কাছে
আর ভালবাসার কাছে ।
কচু পাতার মতো -
বৃষ্টির জল
ঢলে পড়ে যায়
মূল্য কি আছে তার ।
জন্ম নিয়েছি -
এই জীবন নিয়ে
শুধু ধরে রেখো এটাই ।
যদি পারো ,
এসে ধরা দাও -
এসো দেখ আমায় -
তুমি আপনাকে বুঝবে -
কোনদিন হয়তো ।
ভালবেস আমার জম্ম -
আর জন্মস্হান
ধরে রেখো শুধু এটাই ।
এ জনমে,
বোধ হয় শেষ হবে না
প্রশ্ন করা থেমে থাকবে না কোনদিন ।।