জীবন মানে সূর্য ওঠা নতুন একটি দিন
জীবন মানে হাসি কান্নার চলা যাওয়ার
না ফেরার একটি অতীত দিন ।
জীবন মানে গাছের পাতা সতেজ হয়ে থাকে
জীবন মানে সুখ দু:খের পথের আঁকে বাঁকে ।
জীবন মানে রাতের বেলা চাঁদের আলো স্বপ্ন হয়ে খোঁজে
জীবন মানে কান্না হয়ে চোখের জলে ভাসে –
জীবন মানে সাথীর বুকে ঘুমিয়ে পড়া স্বপ্ন দিয়ে
আঁকা বাঁকা চোখে চেয়ে চেয়ে -
শেষ হয়ে যাওয়ার স্মৃতির আরেকটি দিন।
জীবন মানে পথের ধুলা পথে পড়া থাকা
জীবন মানে পথের কষ্ট পথে পড়ে থাকা ।
জীবন মানে একা একা জীবনটা মনের প্রানে
যুদ্ব করে স্বপ্ন বুনে নিয়ে যাবো প্রতি ক্ষনে ক্ষনে ।
জীবন মানে বুকে জ্বালা বুকে নিয়ে কাঁপছি দুকে দুকে
জীবন মানে একটা চাওয়া মরতে পারি যেন চিরসুখে ।।
---------------------------------------------------