কলা পাতায় জমা -
একফোঁটা জল
ডুবে তুলিনি জলের -
শালুক ফল
ঝরণা জলে ভিজাঁইনি দেহ
জলে খেলে করিনি
মনের উচ্ছ্বাস ।
বরষাস্নাত দেখেছি-
কত কদম ফুল
পেরোইনি কখনো-
বাঁশের পুল ।
জোছনাস্নাত রাতে -
পুর্ণিমা চাঁদ
হৃদয় দিয়ে শুনিনি-
হৃদয়ের গান
জীবনের স্বাদ নিতে-
রাখিনি হাতে হাত ।
ভুলি আমার -
জীবনের ছন্দ
ব্যস্ত জীবন-
বন্ধী জীবন
অনাদরে অনাহারে
শুকায় জীবন-রস-গন্ধ ।।