জীবন তো একটা----------
মুখোমুখি দাঁড়ালে
আমি ভুল বুঝতে পারি
ক্ষমা হয়তো চাইতে ইচ্ছে হয়।
বিশাল গাছের ছায়ায় –
জলে ভাসে তাও আবার অন্ধকারে
নদীর পাশেও স্রোতহীন রেখেছে ---
চঞ্চল হাওয়ায়
উড়ে গেছে কৃতঘ্নতার হাসি
তাও আবার ভুল বুঝার মাঝে ।
জীবনের মর্ম বুঝতে পারা
মুখোমুখি দাঁড়ালে
সেই মুহূর্তের বিশালতা
জ্যোৎস্নার আলোর অন্ধকারের ছায়ায় ---
নদীর পার থেকে ছিটকে পড়ে যায়
তাও আবার উঠার অপেক্ষায়
মুছে গিয়েছিল কান্নায়
কিন্তু মুছতে পারিনি।
শেষের কোন কিছু একটা চাওয়ায়।