জীবন কী আমার না বেঁচে আছি
অন্য কোনো এক জীবনের জীবনে-
চাঁদের বুকের কোনো তারার মাঝে ।
বেঁচে আছি বৃক্ষের জীবনের মাঝে
পাখি, ফুল, না হয় ঘাসের জীবনে -
জন্মেই মৃত তবু বেঁচে আছি
কোন এক জলের উদ্ভিদে ।
একবিন্দু প্রাণের উৎস
জীবনের সামান্যতম কোষের প্রাণে -
জীবনের একটি জীবন
আমি বেঁচে আছি অন্য জীবনে
শুধু স্বপ্ন-ভালোবেসে ।।