জীবন বিচিত্র , জীবন বড় জটিল
কখনও হারায় বহমান নদীর মত সচল-
কখনও বিষুদ্ধ বাতাসের মত কাব্যময়
কখনও চাঁদনী রাতের মত আলো ঝলমল -
জীবন বিচিত্র , জীবন বড় জটিল
কখনও হারায় বহমান নদীর মত সচল ।।
কখনও উচ্ছল বহমান ঝর্ণার মত চঞ্চল
কখনও দূরের আকাশের রংধনুর মত বর্ণময়-
কখনও আকাশের মত উদারতা নিয়ে ধৈর্যশীল
কখনও পর্বতর মত সম সুউচ্চ শির মহাবীর ।
কখনও ফাগুনের মত প্রেম পিয়াসিনী
কখনও ফুলে ফুলে সুশোভিত মুগ্ধ তার জীবন -
আমার জীবন বহমান কত না চিন্তাশীল
কখনও রসে ভরপুর টাইটুম্বুর
কখনও রসিকের মত মিত্র তার জীবনের পালাময়
জীবন তখনই অতীব সবকিছু নিয়ে আনন্দময় ।।