একটাই জীবন,
মনে হয় আবার জীবন কি আমার ?
আমি বেঁচে আছি নাকি -
অন্য কারো দয়ায় ।
মনে হয় কোন গাছের আশ্রয়ে-
আবার কোন ফুলের জীবনে ।
মনে হয় চাঁদের ইশাড়ায়
ভাসমান কোন সবুজের ছায়ায় ।
মনে হয়,
আবার আমি তো জন্মেই মৃত
বেঁচে আছি ,
অন্য এক আশ্রয়ের ছায়ায় ।
একবিন্দু প্রাণের মায়ায়
আমার সামান্য কোন এক কোষে-
জীবন আমার নয়,
তাই সবকিছু মনে হয় অন্তহীন
জীবনের উপর আরেকটি জীবন
বেচেঁ আছি স্বপ্নের ভালবাসায় ।।