মন কাড়ানো সবুজ বনে
বসন্তের-ই আগমনে-
বাগান ভরা কৃষ্ণচূড়ায়
রূপের শোভা মন টেনে যায় ।
কোকিল নাচে ছন্দ গানে
শীতের জোরে ইতি টানে-
নীল আকাশে তারা ভাসে
হাজার তারায় রাত্রি হাসে
নতুন পাতা আম গাছে
মৌমাছিরা তাই ফুলের পাশে ।
গানের পাখি ডাকছে দূরে
সুর তোলানো মধুর সুরে ।
স্বপ্ন আকেঁ মনে মনে
ফুল বাগানে মনটা টানে ।।
--------------------------------------