আমি কাদিঁনি
কাদঁতে দিযেছে আমায় -
অঝোরে বৃষ্টি ঝড়ল
কষ্টে কাঁদল আকাশ-
দুনিয়া আঁধারে ডুবল
হৃদয় জুড়ালো বাতাস।
উদাস চোখে ক্ষুদার্থ মনে
দেখল ঝড়ের ফোটা -
সবাই আজ ভিজছে তবু
লাগছে অনেক মজা ।
হঠাৎ তাপের চাপে
হাঁপছিল আজ -
হয়েছে এখন শান্ত
ব্যাঙ ডাকছে ব্যাকুল হয়ে
হবেনা আর ক্ষান্ত ।
মনের দুয়ার খুলে
দিয়েছি আজ –
চাইনা কাদঁতে আজ।