বাতাসে-
শিমুল তুলোর মত উড়ে গেছে মন
চোখ খুলে শুধু-
রেখেছিলাম প্রভাতের আলোর মন
একটু করে ,
চোখের ভাঁজ খুলে দেব আলোর ঝলক
কর্ণিয়ার সংকোচন প্রসারনে ।
প্রেম যদি গ্লানিময় হয়ে যায়
তাহলে প্রেমহীন -
হৃদয় বিছিয়ে রাখে স্বপ্নের আলোরেখা
সে কি কখনো হয় ।