সূচনা হল -
নতুন এক বর্ষাস্নাত দিনের

ঝলসে উঠল হৃদয় আমার
মনের হাজার স্বপ্নসাধ –


চূর্ণবিচূর্ণ হয়েছিল এমনই বর্ষার দিনে

স্বপ্ন ফিরে এলো কোন এক সকালে ।


কুঞ্জবনে মাধবির -
ফুলের  ঘ্রাণ টানে

দূরে নিয়ে যায় বাস্তব
এক পৃথিবী থেকে -


নক্ষত্রলোক ছাড়িয়ে আরও অনেক দূরে

মহাকালের শেষ সীমানা পর্যন্ত --

ভিজিয়ে দিল আমার তৃষ্ণার্ত মনকে ।



বরষা  তুমি আমায়  সিক্ত করো ----

মনকে পবিত্র করো
তোমার বিশুদ্ধ জলে ।


আজ আমার নিমন্ত্রণ ঊর্ধ্বলোকে

বর্ষা বরনের কোন এক জলসা ঘরে ।।