পথহারা অবুঝপাখি -
আসবে কী তুমি  
শূন্য হারা
আমার এই শূণ্য নীড়ে

হৃদয়ে আমার-
নিলাম তোমায় এঁকে
তোমায় শুনাবে

কিনা কতকথা বুকে জমা
বলব একটু কানে কানে ।

অবুঝপাখি
তোমাকে ছাড়া মন যে আমার

আর বুকটা কত না বড় শূণ্য
খাঁচায় যদি আনতাম আমি  
জীবন হতো ধন্য।