একা একা যখন রাস্তায় হাটি
সব সময় তোমায় খোঁজে থাকি
তুমি কি আছ ঐ রাস্তার ধারে -
তোমার ঐ লাল শাড়ি পরে ।
থাকিয়ে থাকি আমার অশ্রুভরা চোখে
তুমি আসবে বলে ।
তুমি আছ বলে এখনো স্বপ্ন আছে
আমার বুকে -
তুমি আছ বলে এখনো কবিতা লিখতে পারি-
আমার মন থেকে ।।
তোমার আশায় মন ভরে যায় আমার
প্রতিটি মনের কোণায়
স্বপ্নের প্রতিটি বালুকণায়
------------------------------------------------------