মেঘলা আকাশের বুক ছিঁড়ে ঝির ঝির বৃষ্টির শব্দ সারাদিন
বেলা বয়ে যায় নদীর জল ভরে উঠে যাত্রা অন্তহীন -
ঢেউ ওঠে মনে বাধঁ ভাঙে প্রানে
চলে যায় স্রোতের মন সাগরে ---------
একলা নাওয়ায় বসে শক্ত হাতে হাল ধরে
চলে যায় মনের মন পবনে -
স্বপ্ন পেরিয়ে যায় সময় নিয়ে ফেরি পারাপারে
ভালবাসার আকাশ ভরে উঠে রোদ ভাঙ্গা রোদে
মন মাঝির ঢেউয়ের টানে চলে যায় জীবন সংগ্রামে ।।