সময়ের অজুহাতে ব্যস্ত জীবন সমাজ তো পরিবর্তনে-
কখনো বোঝেনি সময় টেনে নিয়ে যাবে অন্য সব-সময়ে ।
দালানের প্রতিটি ইট করে দিয়েছে যে আড়াল-
সময়ের সাথে সময় আজ ভাগ হয়েছে অর্ধ শতাব্দীকাল।
মাথা তুলে দাঁড়া্বার মেরুদণ্ডহীন সব প্রকৃত পুরুষ
সব ভুলের মাঝে শিখিয়েছি সকলের বিবেকের পাঠশালায় ।।