সেই দিনটি তোমাকে নিয়ে যাবে অনেক দূরে
তোমার আমার স্বপ্নের বাস্তবতায় -
দূর থেকে তোমাকে যতটুকু অশান্ত মনে হয়
কাছে থেকে তুমি অনেকটা শান্ত ।


তোমার  ভেতরের তুমিটা একেবারেই অন্যরকম আলাদা
তোমার হাসির অর্থটাও অন্যরকম আলাদা-


তোমার একাকীত্বই আমার কষ্ট, তোমার হতাশা-
তুমি শেষ ভাবো যেখানেই- সেখানেই তো আমার শুরু।


একদিন সব তোমার মনের মত সাজবে
ঠিক যেভাবে, যেরকম,  যেমনটা চাও-


বাঁচতে শিখবে তোমার ভিতরের আহত স্বপ্নগুলো
একদিন শেষ হয়ে যাবে তোমার হেরে যাবার গল্প-


একদিন তুমিতো নও - সময় হেরে যাবে তোমার কাছে--
সেই দিনটি তোমাকে নিয়ে যাবে অনেক দূরে-------------------

তোমার আমার  বাস্তবতা-
শুধু ব্যর্থতার সময়টুকু অন্যরকম মরিচিকায় ।।