চোখের দহনে -
ছলনার বেড়াজালে আর  
মায়াবী যাঁতাকলে

আখিঁ ‍তুমি ছলনা-দৃষ্টি আর
ধ্বংস করেছ  কালে কালে ।

আবার আখিঁ তুমি -
প্রেমিককে দিয়েছ  প্রেম-ভালবাসা আর
মনের প্রশান্তি ।

প্রাপ্ত বয়স্করা পেয়েছে চরম আনন্দ আর
স্বর্গীয় অনুভূতি ।