রজনীগন্ধার সুবাস ফুরাইনি এখনো
আবার গোলাপটি ফোটার জন্য প্রস্তুত
যা কাননের এক কোণে লুকিয়ে থাকা ডালে –
শুধ তুমি কাঁদছো বলে
আমি ঘুমোয়নি সারারাত
স্বপ্নটা ভেঙে গেল মেঘেদের অশ্রু-জলে-
শুকনো ঘাসের বুক থেকে কুড়িয়ে
কোথাও ঠাঁই মেলে নাই ঘাসফুলের -
নীরবে মেঘের আঁড়ালে
লুকাতে ইচ্ছা হয় হয়তো আমার
মিথ্যে আশ্বাসের তারাকায়-
মধ্য রাতের চাঁদও যেতে বসেছে
গভীর রাতের সাধনায়।