অন্ধকার,
সে তো হয়ে আসছে-
ক্রমে ক্রমে ।

আগামী দিনের,
নতুন একটি সকাল হবে বলে -

যে সকালে,
থাকবে মনের সকল স্বপ্ন
থাকবে না কোন অন্ধকার ।

থেমে থাকবে না
ভালো কাজের অভিপ্রায় -

নিরবে নিরবে ,
গড়ে উঠবে মনের সকল কষ্ট আর ভালবাসায় ।

প্রত্যাশায়,
জাতি একদিন এগিয়ে চলবে মনের অজান্তে ।

আমি দুহাত,
হাতরে আলো ছোয়ার চেষ্টা করবো
কিন্তু  ঘ্রাণ নিয়ে চলে যাবে  ধরতে পারবো না ।

আজ আমি হয়তো,
অন্ধকার জগতের অন্ধ মানুষ

আঁধার,
এর মাঝেই দেখি আমি আলোর  ছায়া -

স্বপ্নের ভালবাসায়
জাতির কাছে আমার এই প্রত্যাশা ।।