ভালবাসা কষ্ট তোমায় দিলাম অনেক
তাই দিলাম আজকে তোমায় ছুটি-
অনেক তো হলো কথা কাটাকাটি
কেন্দ্র বিন্দু দিয়ে বৃত্ত আঁকা-আঁকি
তাই দিলাম আজকে তোমায় ছুটি ।
শুনতে পাচ্ছো কি আজকে তোমার ছুটি
মেঘের সাখে উড়াউড়ি কাগজের ঘুড়ি-
হারাবে না আর তোমার আমার জুটি
ভালবাসা সত্যি তোমার ছুটি।।
খাতার পাতায় তোমায় ঘিরে
গোপন একটা শান্ত নীড়ে-
ভালবাসা কষ্ট তোমায় দিলাম অনেক
তাই দিলাম আজকে তোমায় ছুটি