গৌধুলী বিকালে সুবাতাস গগনে –
মন ছুটে বেড়ায় পদ্মার তীরে
সুদূরে জলধারা বয়ে যায়
মন গড়া কোন এক মন মন্দিরে।
ডাগর তোমার জোড়া চোখে
মিষ্টি রাঙ্গা ঠোঁট দেখে
ব্যাকুল আমার প্রাণ-
প্রেমের মালা দিয়েছি গলে
গাহিব বসন্তের গান।
কোমল তোমার হৃদয় কেমনে
বাধিঁব পাষাণ প্রানে
জানিবার বড় স্বাদ,
দিন যায় আজি ক্ষত-বিক্ষত মনে
বিষাদময় কত দিন-রাত ।
আকাশের যত পাখি
ফিরে যায় নীড়ে
ফিরিবো আমিও ঘরে,
নব নতুনে জাগিয়া উঠিবে
বাঁচিবো সদা সত্যের তরে।
নারীর মন বুঝব কিভাবে?
সাধ্য কাহার নাই
তোমারি সুখে সুখী হইয়া
নিজেরে দিলাম বিসর্জন ।