ভূল যদি হয় , কষ্টের আলপনায়
মেনে নিলে একবার -
না হয় তোমাকে ভালবেসেই ভূল করেছি
ঝরে যাওয়ার ফুলের পরাগ মেখে -
র্নিজনতা রোদেলা দুপুরে তাতে কী আসে যায়
হয়তো ভূল করেছি একবার-
নষ্ট করেছি জীবন
কষ্ট তো দেব না তোমায়-
সে তো আমার শত জনমের পাওয়া –
না হয় মেনে নিলে একবার
ভূলের আলপনায় ।।