ক্লান্তিহীন ছুটে চলা নিরবতার প্রচেষ্টায়
অজানা কত মানুষ ছুটছে দুবেলায় -
দুমুঠো অণ্যের সন্ধানে হয়তো কান্নায় ।
বেঁচে থাকার অবিনাশী কষ্টের অভিপ্রায়
খুঁজে থাকা সুখটাকে একটু তৃপ্ত প্রাণে -
মরছে মানুষ আজি অজানা পথে প্রান্তরে-
মেটাতে ক্ষুধার জ্বালা অসহায় দুর্ভাগারে ।
ব্যস্ত সবাই সমাজের দাড়িঁয়ে থাকা শত মানুষ-
ব্যস্ত সবায় আজ নিজের ভোগ বিলাসে ।
ক্ষুধার্তদের দিকে চায়না ফিরে চাওয়া -
অসহায়ের ক্ষুধার্তদের --
আর্তনাদ আর ক্ষুধার জ্বালায়
আকাশ বাতাসে উঠছে ভারি হয়ে ।।
--------------------------------------------------------