পৃথিবীর বুকে ভালবাসা একটি শব্দ আছে বলেই
তোমাকে ভালবেসেছি -
কোন কিছু ভাবিনী কোনোদিন
সবাই যেভাবে চাই ।
আমি ছিলাম তোমার কাছে সবকিছুর থেকে আলাদা
ব্যস এইটুকু।
সবাই যেভাবে খুব ভোরে মোবাইল এস,এম,এস দেই
আমি তো দি নাই সেভাবে
সবাই যেভাবে পার্কে বসে আড্ডা দেয়
আমি তো দি নাই সেভাবে
যেভাবে রেস্টুরেন্ট এ বসে ঘন্টায় ঘন্টায় কথা বলে
আমি তো বলি নাই সেভাবে
আমি ছিলাম তোমার কাছে অন্য এক আলাদায়
শুধু চোখে চোখ রেখে বলেছি শুধু ভালবাসি
নয় তো কোনো প্রেমালাপ এ নয়
শুধু পাঁচ টাকার একটা
গোলাপে বলে দিয়েছি
আমি ভালবাসি ।
শুধু তোমার সাজের নীল শাড়ি ও
কপালে লাল টিপটা দেখে
বলেছি আজ বসন্ত
আমায় ভালবাস কি ?
শুধু তোমাকে পাওয়ার আশায়
শুধু এতটুকু ব্যস আর কি ।।
----------------------××××××------------------