তুমি যাহারে কাঁদাও জলে
আমি দিই তারে হাসি –
তুমি যাহারে করো ঘরছাড়া
আমি দিই তারে নীড় ।

তুমি যাহারে কাঁটা দাও বুকে
আমি দিই তারে সুখ -
তুমি যাহারে অকূলে ভাসাও
আমি দিই তারে কূলে-

তুমি যাহারে করোনা পরশ
আমি দিই তারে স্নেহ-
তুমি যাহারে দাও দু:খ জ্বালা
আমি তারে রাখি সুখি ।

তুমি যাহারে করে দাও চুপ
আমি দিই তারে ভাষা -
তুমি যাহারে আশা নাহি দাও
আমি দিই তারে আশা ।
এই আশার মাঝে বেঁচে আছে
আমাদের শত ভালবাসা ।।

------------------------------------------------------