আবির খেলায় -
আর রঙের মেলায়
মেতেছি আজ সবাই -
দোলের পূর্নিমায় ।
আজকে এই বসন্তেই-
তোমার আমার দোলের বেলায়
খেলবো আজ হোলি
তা কি না হয় ।
দোলের খেলায় -
সবাই আমরা মাতবো
পিচকারিতে আর দোলের মেলায়
নতুন রং মাখবো -
জীবনে আজ সবাই মিলে
সেই রঙেই নিজেদের রাঙাবো ।